ঈদ শপিং শেষে ঘরে ফেরা হলো না নুরুন্নাহারের

কনস্ট্রাকশনের গাড়ির ধাক্কায় রাজধানীর শাহবাগে নুরুন্নাহার (২৫) নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া মোটরসাইকেলের চালক স্বামী হালিমও (৩০) আহত হয়েছেন।
নিহতের স্বজনসূত্রে জানা যায়, নিহত নুরুন্নাহার গৃহিনী ও তার স্বামী গাড়িচালক। তাদের দুটি সন্তান রয়েছে। ঈদকে সামনে রেখে শুক্রবার রাতে স্বামী-স্ত্রী শপিং করতে মোটরসাইকেল যোগে নিউ মার্কেটে যান। শপিং শেষে ফেরার পথে শাহবাগ এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী গণমাধ্যমকে জানান, রাজধানীর আজিজ সুপার মার্কেটের সামনে একটি কনস্ট্রাকশনের গাড়ি ঐ দম্পতির মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন নুরুন্নাহার।
চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
« মোদির নতুন মন্ত্রিসভায় মন্ত্রি হলেন যারা (Previous News)
(Next News) অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই »