Main Menu

শিরোমণিতে রেল লাইন পার হওয়ার সময় ট্রেন ইজিবাইক সংঘর্ষে নিহত-২,আহত-২

খানজাহান আলী থানাধীন শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রেল লাইন পার হওয়ার সময় ইজিবাইক ট্রেন সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত ও গুরুতর আহত ২জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

জানাযায়, গতকাল শুক্রবার বেলা আনুমানিক ৩টা ৪৫ মিনিটের সময় যশোর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। এসময় শিরোমণি বাজার থেকে ইজিবাইকে করে কেএমপি দৌলতপুর থানার নারী কনষ্টেবল রেশমা ওরফে সাথী বেগম, সাথী বেগমের মা সালমা বেগম(৪০),সাথী বেগমের মেয়ে আফরিনা(২) ও শিরোমণি পশ্চিম পাড়ার আলম শেখের স্ত্রী সাহানারা বেগম(৩৫) শিরোমণি পশ্চিমপাড়ার বাসার দিকে যাচ্ছিল।

শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের নিকটবর্তি রেললাইন ক্রসিংয়ে ইজিবাইকটি অসাবধান বসত: পার হওয়ার সময় সংঘর্ষে শিরোমণি পশ্চিম পাড়ার আব্দুস সবুরের স্ত্রী সালমা (৪০) ঘটনা স্থলে নিহত হয় এবং কেএমপি দৌলতপুর থানার নারী কনসটেবল সাথী বেগমের মেয়ে আফরিনা (২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। গুরুতর আহত হয়ে সাথী বেগম খুলনা মেডিকেল কলেজের আইসিইউতে রয়েছেন এবং শিরোমণি পশ্চিম পাড়ার আলম শেখের স্ত্রী সাহানারা বেগম(৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইজিবাইক ড্রাইভার শিরোমণি উত্তরপাড়া হারুন শেখের ছেলে খায়ের পলাতক রয়েছে।


News Room - Click for call