Main Menu

পহেলা বৈশাখে নুসরাতকে স্মরণ করলো চট্টগ্রাম পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি : ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে উঠেছে সারাদেশ। ধর্মীয় ও রাজনৈতিক ভেদ ভুলে সবাই এ ঘটনার প্রতিবাদ করছেন। এমন সময়ে নুসরাতকে নিয়ে একটি ব্যানার প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

গতকাল রোববার পহেলা বৈশাখের দিন সকাল থেকেই নগরের সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় ওই ব্যানার দেখতে পাওয়া যায়। বৈশাখ উপলক্ষে সেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়।

নুসরাতের ছবিসহ ব্যানারটিতে লেখা ছিল, ‘দিনের আলোয় কাটুক সব অন্ধকার রাত, এই বাংলায় চাই না আর কোন ভিকটিম নুসরাত।’

এদিকে সিএমপির এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ কাজের জন্য বাহবা পেয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আশিকুর রহমান আমাদের পত্রিকাকে বলেন, ‘পুলিশ কমিশনারের নির্দেশে এ উদ্যোগ নিয়েছে সিএমপি। পহেলা বৈশাখে নুসরাতকে নিয়ে ব্যানার ছাপানোর উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করা। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুধু পহেলা বৈশাখ না, বিভিন্ন উৎসব ও জনসমাগমের সময় এমন উদ্যোগ নেয় চট্টগ্রাম পুলিশ।’


News Room - Click for call