ফকিরহাটে মাদ্রাসায় কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা দেয়াপাড়া এলাকার হযরত আমীর হামজা (রাঃ) দাখিল মাদ্রাসার বর্তমান পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর নিকট লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ ১১/৬/১৯ ইং শেষ না হওয়ার পূর্বে অত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সুপার খান মোজাফ্ফার হুসাইন বিধি বহিঃভূত ভাবে কমিটির কোন সদস্যকে না জানিয়ে গোপনে ৭/৫/১৯ ইং তারিখে তার নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্য আপন বড় ভাই জামায়াত নেতা খান মোশারফ হুসাইন কে সভাপতি নির্বাচিত করে অনুমদনের জন্য বোর্ডে পাঠিয়েছে। সুপার মাদ্রাসার বিভিন্ন আর্থিক দুর্নীতি ও অনিয়মের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত থাকায় চলমান কমিটি তার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে।
এ ব্যাপারে বর্তমান কমিটির সভাপতি নতুন কমিটি সম্পর্কে জানতে চাইলে সুপার বলেন “কমিটি আপনাকে ছাড়া গঠন করা যায়”। উক্ত মাদ্রাসার সুপার একজন জামায়াত নেতা। তার বিরুদ্ধে সরকার বিরোধী একাধিক বিচারাধীন মামলা চলমান রয়েছে।
এমতবস্থায় অত্র প্রতিষ্ঠানে জামায়াত শিবিরের কার্যক্রম পূণরায় বাস্তবায়ন ও নিজের কু-কর্মকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তার আপন ভাইকে সভাপতি নির্বাচিত করে নিজেদের মত প্রতিষ্ঠা করতে চায়।
ম্যানেজিং কমিটি ও এলাকার সচেতন মহল এ বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করে বলেন, উক্ত কমিটি প্রতিষ্ঠিত হলে এলাকার পরিবেশ নষ্ট হবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশংকা রয়েছে। এমনকি উক্ত কমিটির একজন প্রভাবশালী সদস্য শেখ আঃ জব্বার এর কোন সন্তান অত্র মাদ্রাসায় পড়াশোনা না করা সত্তেও তাকে অভিবাভক সদস্য হিসাবে দীর্ঘদিন যাবৎ কমিটিতে অন্তভুক্ত করে আসছে।
বর্তমান সভাপতি শেখ মনসুর আলীর সাথে আলাপকালে তিনি জানান, এলাকার সার্বিক আইনশৃংঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কে বিষয়টি অবহিত করণের লক্ষ্যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। সংশিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক বিষয় বিবেচনা করে জামায়াত নিয়ন্ত্রীত কমিটি বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে একটি গ্রহনযোগ্য কমিটি গঠন করার ব্যবস্থা গ্রহনের দাবি জানান এলাকার সচেতন মহল।