Main Menu

ঝিকরগাছায় গরিব-ভিক্ষুক-অসহায়দের মাঝে ডাঃ নাসির উদ্দিন এমপির ঈদ সামগ্রী বিতরণ

আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার ব্রত নিয়ে যশোরের ঝিকরগাছায় গরিব-ভিক্ষুক এবং অসহায়দের মাঝে নিজ হাতে ঈদ সামগ্রী বিতরণ করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অব.) ডাঃ নাসির উদ্দিন এমপি ।

বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছা উপজেলায় পুনর্বাসিত ১০০ টি ভিক্ষুক পরিবারের মাঝে ঈদ সামগ্রী (চাল,ডাল,সেমাই,আটা এবং চিনি শাড়ি এবং লুঙ্গি) উপজেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স রুমে বিতরণ করা হয় ।
একই সাথে ঝিকরগাছা উপজেলার ১১ টি ইউনিয়নের ৩০০ টি গরিব,অসহায় এবং দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়েছে ।
ঈদ সামগ্রী বিতরণের সময় ডাঃ নাসির উদ্দিন এমপি বলেন,”জননেত্রী শেখ হাসিনার দেশ উন্নয়নের স্বাদ থেকে যেন গরিব-অসহায়রা বাদ না পড়ে সে জন্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম,ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আব্দুর রাজ্জাক,ঝিকরগাছা উপজেলা  মো: সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী,১০ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ,গণমাধ্যমকর্মী এবং আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  ।

News Room - Click for call