ভ্রাম্যমান আদালত
রাজৈরে বেকারী দোকানীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক বেকারির মালামাল উৎপাদনকারিকে ৩০০০০ টাকা অর্থদন্ড প্রধান করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাজৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালমা পারভীনের নেতৃত্ত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার টেকেরহাট বন্দরে অভিযান চালিয়ে হাফসা ফুড প্রোডাক্টস নামে বেকারির মালামাল উৎপাদনকারি প্রতিষ্ঠানে অভিযান চালায় । নোংড়া পরিবেশ, কাপড়ের রং এর ব্যবহার, অনুমোদন বিহিন কেমিক্যাল, সেন্ড এবং জন্মদিনের কেক তৈরীতে কেক জেলের ব্যবহার ধরা পড়ে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয়।
সহকারি কমিশনার (ভুমি) সালমা পারভীন জানান, খুবই অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির মালামাল তৈরী হচ্ছিল কাপড়ের রং, চকলেট, জেলী, কেমিক্যালসহ বেশ কিছু অবৈধ জিনিষ জব্দ করেছি।