Main Menu

অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করল কলম্বিয়া

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাভানা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সঙ্কটের সময়ে কম্পানিগুলোকে সহায়তার জন্য দ্বিতীয় ধাপে অর্থনৈতিক এই জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

কংগ্রেসে কোনো ধরনের আলোচনা ছাড়াই প্রেসিডেন্ট ইভান ডিউক ৩০ দিনের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা জারির ব্যাপারে সমর্থন দিয়েছেন।

জানা গেছে, ছোট ও মাঝারি ধরনের প্রতিষ্ঠানের আর্থিক সঙ্কটের বিষয়গুলো বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে অন্তত ৪০ শতাংশের বেতন প্রদানের জন্য প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দেওয়া হতে পারে।  এ বছরের শেষ পর্যন্ত সবার আয়কর মওকুফ করে দেওয়া হতে পারে।

এর আগে মার্চের ১৭ তারিখে নিজে থেকে অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট। ওই সময়ও ছোট ও মাঝারি আকারের কম্পানি ও খেটে খাওয়া মানুষের টানাপড়েনের কথা উল্লেখ করেছিলেন তিনি।


News Room - Click for call