লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে লিচু ভর্তি ব্যাগে লুকানো অবস্থায় ২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মানিককাজী এলাকার শাহজাহান মিয়া (৫০) ও একই উপজেলার সোনাতলী এলাকার আলফাজ মিয়া (৪০)।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান,লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার চেকপোস্টে সন্দেহজনকভাবে লিচুর ব্যাগ হাতে থাকা আলফাজ ও শাহজাহানকে আটক করা হয়। পরে তাদের সেই লিচু ভর্তি ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।