লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে আব্দুল আজিজ নামের এক কৃষকের ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গতকাল ১২ মে রাতে ভুক্তভোগী কৃষক আব্দুল আজিজ হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে ১১ মে সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সাড়ডুবি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হলেন, উপজেলার একই এলাকার মৃত সমশের আলীর ছেলে হাছেন আলী।
জানা গেছে, ভুক্তভোগী আব্দুল আজিজ নিজ নামীয় ৫০শতক জমিতে ভুট্টা লাগান। অভিযুক্ত হাছেন আলীর সাথে আব্দুল আজিজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেড়ে হাছেন আলী দলবল নিয়ে ভুট্টা ক্ষেত থেকে জোড় পূর্বক ভুট্টা তুলে নিয়ে যায়। জমি থেকে জোরপূর্বক ভুট্টা কেটে নেয়ার সংবাদ পেয়ে আব্দুল আজিজ ও তার ভাই আবুল হোসেন তাদের জমি থেকে ভুট্টা কেটে নেয়ার কারণ জিজ্ঞাসা করলে প্রতিপক্ষ লোকজন তাদের অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেখান।
এ বিষয়ে অভিযোগকারী আব্দুল আজিজ বলেন, আমার বাপ দাদার আমল থেকে ওই জমির মালিক আমরা। ভুলক্রমে বিআরএস রেকর্ড টা ওদের নামে হয়ে যাওয়ায়। তারা আমাদের ফসল তুলে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে তাদের সাথে আদালতে মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত হাছেন আলী বলেন, আমার বাবার নামে জমিতে ভুট্টা লাগিয়ে ভুট্টা তুলে নিয়ে এসেছি। এই ৩০ শতক জমি নিয়ে তারা আমার বিরুদ্ধে আটটি মামলা দিয়ে হয়রানি করছে। এ বিষয় নিয়ে কয়েকবার থানায়ও বৈঠক হয়েছে। কোনো সুরাহা হয়নি।
হাতীবান্ধা থানা পুলিশের এস আই শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা রয়েছে। জায়গা জমির বিষয়টি আদালতে ফয়সালা করবেন।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।