নাটোরের সিংড়ায় ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোরের সিংড়া উপজেলার ০৫নং চামারী ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ দিকে চামারী ইউপির হলরুমে ১ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার ৭৫৬ টাকা, ব্যয় ১ কোটি ৪৬ লাখ ২৯ হাজার ৭৫৬ টাকা, উদ্বৃত্ত ৮ লাখ ৯ হাজার টাকা বাজেট ঘোষণ করেন। এ বাজেট ঘোষণ করেন চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম মৃধা।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আঃ জব্বার, আব্দুল মালেক, রমজান আলী নিরব,আরিফুল ইসলাম, হাবিবুর রহমান, ফারুক আহমেদ মহিলা ইউপি সদস্য মোছাঃ শামীমা বেগম, ফরিদা খাতুন, সুফিয়া বোগমসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফরিদা খাতুন ।
ইউপি সচিব মোঃ মনির হোসেন বলেন, এবাজেটে শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ, নারী ও প্রতিবন্ধী, কৃষি উন্নয়নসহ নানা বিষয়কে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে।
« খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সহ যুবক আটক (Previous News)