Main Menu

বাস খুঁজতে নগর অ্যাপ চালু হবে : আতিকুল

নগরবাসীর সুবিধার্থে বাসের লোকেশন জানতে শীঘ্রই নগর অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (২৭ মে) সকালে রাজধানীর উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালুর উদ্বোধন শেষে এ কথা জানান মেয়র।

তিনি বলেন, উত্তরাবাসীর চক্রাকার বাস সার্ভিসটির চাহিদা ছিল। প্রথম অবস্থায় ১০টি এসি বাস দেয়া হবে। যত ভালো সার্ভিস চালু করতে পারবো নগরবাসী তত সুস্থ্য থাকতে পারবে।

বাসগুলো যাতে নির্বিঘ্নে চলতে পারে এজন্য সবার সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করতে হবে বলেও জানান মেয়র। তিনি বলেন, জনগণ যদি ফুটপাত দিয়ে চলতে পারে তাহলে বাস রাস্তায় নির্বিঘ্নে চলতে পারবে। কিছুদিনের মধ্যেই একটি নগর অ্যাপ চালু করা হবে। বাস কোথায় আছে অ্যাপের মাধ্যমে নগরবাসী তা দেখতে পারবেন।

এছাড়া উত্তরায় কোনো অবৈধ রিকশা ও লেগুনা চলতে পারবে না বলে জানান আতিকুল। তিনি বলেন, উত্তরায় ৭টা এভিনিউ আছে। এর মধ্যে যে সকল লেগুনা চলছে এগুলো বন্ধ করে দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘ঢাকার বড় সমস্যা যানজট। দুই মেয়র রাজপথকে নিরাপদ করতে চেষ্টা করছি। আমরা নিরাপদ সড়ক চাই। এ ব্যাপারে সকল সেবাদানকারী সংস্থা সর্বাত্মক সহযোগিতা ও নিরলসভাবে কাজ করছে।’

অনুষ্ঠানে বিআরটিসি’র অতিরিক্ত পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ‘ঢাকায় প্রাইভেট পরিবহনের জন্য রাস্তা সরু হয়ে যাচ্ছে। যেখানে দরকার সেখানে এই বাস সার্ভিস চালু করা হচ্ছে। এই সার্ভিসটি উত্তরাবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করবে আশা করা যায়।’


News Room - Click for call