লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন পরিদর্শন ও মত বিনিময় সভায় মিলিত হন ভারতীয় সহকারী হাই কমিশনার মিঃ মনোজ কুমার।
শনিবার দুপুরে বুড়িমারী স্থল বন্দর আমদানী ও রপ্তানীকারক গ্রুপের আয়োজনে স্থানীয় স্থল বন্দর হলরুমে গ্রুপের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে আমদানী ও রপ্তানী কারক,কাস্টমস, স্থলবন্দর কর্তৃপক্ষ,সি এন্ড এফ এজেন্ট, ইমিগ্রেশন, চেম্বার অ্যান্ড কমার্স,লালমনিরহাট, এবং স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন ও বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজশাহী মিঃ মনোজ কুমার। এসময় বন্দরের ব্যাবসায়ীরা তাকে ফুলেল শুভেচছা বিনিময় ও ক্রেস্ট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বুড়িমারী কাস্টমসের ডিপুটি কমিশনার বিল্লাল হোসেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল,হাতীবান্ধা বি সার্কেল(এএসপি) ফরহাদ ইমরুল কায়েস, স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক ট্রাফিক গিয়াস উদ্দিন,পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ উমর ফারুক , ইমিগ্রেশন অফিসার মুর হাসান কবির,সি এন্ড এজেন্ট এসোসিয়েশন সভাপতি সায়েদুজ্জামান সাইদ, বিজিবি বুড়িমারী কোম্পানি কমান্ডার বাইরোন আলী, চেম্বার অ্যান্ড কর্মাস এর সদস্য হুমায়ূন কবির সওদাগর প্রমুখ। সভায় বুড়িমারী স্থল বন্দরে ভিসা পেতে দেরী,বন্দরে উভয় দেশে চোরাচালান ও স্বচ্ছ ব্যাবসা পরিচালনার ক্ষেত্রে স্কানার মেশিন বসানো,ফিটনেস বিহীন গাড়ি প্রবেশ না করানো, ভারতে যাত্রী হয়রানি বন্ধ করন এবং দ্রুত পাসপোর্ট যাত্রীদের সেবা প্রদান, রেলপথ যোগাযোগ উন্নয়ন, মালটিপল ভিসা দ্রুত প্রদান সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার মিঃ মনোজ কুমার বিষয় সমুহ যথাযথভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন।পরে তিনি বুড়িমারী জিরো পয়েন্ট পরিদর্শন করেন এবং ভারতীয় চেংরাবান্ধা কাস্টমসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এছাড়াও ভারতীয় সহকারী হাই কমিশনার পাটগ্রাম উপজেলার পাটেশ্বরী মন্দির, বাউরা পুনম চাঁদ ভুতোরিয়া কলেজ ও বাউরা মহাশ্মশান পরিদর্শন করেন।