বরিশালের মুলাদীতে এতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বরিশালের মুলাদী উপজেলা গাছুয়া ইউনিয়নের চরগাছুয়া দারুসসুন্নাত ছালেহিয়া দীনিয়া ও হাফেজী মাদ্রাসা ও এতিম খানার এতিমদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মে) বিকাল ৫ টায় উপজেলার গাছুয়া ইউনিয়নের পদ্মার হাট বাজার সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভ্যাইস চেয়ারম্যান ও সভাপতি চরগাছুয়া দারুসসুন্নত ছালেহিয়া দীনিয়া হাফেজী মাদ্রাসা কাজী মাইনুল আহসান সবুজ, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মাওঃ হারুনুর রশিদ, দাতা সদস্য আবঃগনি সরদার, উপদেষ্টা মাওঃফারুকুল ইসলাম, আলম মৃধা, মেহেদি হাসান মামুন, আলী আকবর, সদস্য সচিব মাওঃআবু ছালে, সদস্য শরীয়াতুল্লাহ হাং, সাইফুল ইসলাম(মোতালেব), মনির সরদার, কাজী দেলোয়ার প্রমুখ।
« নূন আনতে পানতা ফুরনো আফছার উদ্দিন মাদক ব্যবসা করে কোটিপতি (Previous News)