মাদারীপুরে শত বছরের ঐতিহ্য ডাকঘর ভেঙ্গে দিল পৌর কর্তৃপক্ষ

মাদারীপুরের চরমুগরীয়া বন্দরনগরীতে ব্রিটিশ আমল থেকে গড়ে ওঠা শত বছরের ঐতিহ্যের ধারক ও বাহক চরমুগরীয়া ডাকঘর। পৌর কর্তৃপক্ষ কোন নোটিশ না দিয়েই রোববার (২৬ মে) বুলডোজার দিয়ে পোস্ট অফিসের সামনের অংশটি ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মাদারীপুর প্রধান ডাকঘর পরিদর্শক আশিকুর রহমান ও চরমুগরীয়া ডাকঘরের সাব পোস্ট মাস্টার আবুল কালাম আজাদ এবং স্থানীয় বন্দরবাসীর অভিযোগ সুত্রে জানাযায়, গত (২৪ মে) শুক্রবার ছুটির দিন থাকা সত্বেও ডাকঘর এর সামনের অংশটি মাদারীপুর পৌরসভার সড়ক নির্মাণের দায়িত্বশীল ঠিকাদার আমাদেরকে কোন নোটিশ না দিয়েই তারা বুলডোজার দিয়ে পোস্ট অফিসের সামনের অংশটি ভেঙে দিয়েছে এর ফলে পোস্ট অফিসের মিটার, ভেতরের ডাকবাক্স, পোস্ট অফিসের ব্যবহৃত টেলিফোন সংযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এ ব্যাপারে মাদারীপুর ডাকঘরের দায়িত্বশীল পরিদর্শক এবং ছড়িয়ে ডাকঘরের দায়িত্বশীল পোস্ট মাস্টার লিখিত অভিযোগে মাদারীপুর জেলা প্রশাসক এবং বাংলাদেশ ডাক বিভাগের ফরিদপুর দায়িত্বশীল ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে লিখিত অভিযোগে জানিয়েছেন যে, এ সমস্যার সমাধান কল্পে যাতে তারা উক্ত ডাকঘরে গণমানুষকে সেবা দিতে পারে এবং বাংলাদেশ ডাক বিভাগের সকল প্রকারের সেবা জনসাধারণকে দিতে পারে।
এবিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে মাদারীপুর পৌর মেয়র এবং উক্ত দায়িত্বশীল ঠিকাদারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা সত্বেও তাদের সঙ্গে কথা বলা যায়নি।