1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে ভলিবল প্রশিক্ষনের উদ্বোধন লালমনিরহাটে প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন গাজীপুরের নগরমাতা নির্বাচিত হলেন বছর না ঘুরতেই সানাইয়ের বিচ্ছেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‘দফা একটাই সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ!” লালমনিরহাটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটের বায়ান্নর ভাষাসৈনিক জহির উদ্দিন আহমেদ আর নেই বর্তমান সরকারের সময়েই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী ২০২৬ বিশ্বকাপ ফুটবলের লোগো উন্মোচন করল ফিফা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে ৪ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর বিকেল ৫টায় রেল চলাচল স্বাভাবিক।

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের পাবতীপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি কমিউটার-থি লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।উদ্ধারকাজ শেষে  বিকেলে ৫টায় আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে লালমনিরহাfট –রংপুর রেলরুটের মহেন্দ্রনগর ষ্টেশন এলাকায়  ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধার কারী দল ৪ ঘন্টা উদ্ধার কাজ করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

যাত্রী ও রেলওয়ে সুত্র জানায়, বৃহস্পবিার সকাল ১১টায় দিনাজপুরের পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করে কমিউটার-থ্রি লোকাল লালমনি কমিউটার ট্রেন। ট্রেনটি তিস্তা স্টেশন অতিক্রম করে দুপুর ১টা ১০ মিনিটের দিকে মহেন্দ্রনগর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির শেষের বগিটি লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও লাইন এবং ট্রেনের একটি বগির দরজা জানালার আংশিক ক্ষতি হয়েছে। এ ঘটনার পর থেকে রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  খবর পেয়ে রেলওয়ে সংশ্লিষ্ট দফতরের লোকবল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ৪ ঘন্টা উদ্ধারকাজ শেষে বিকেলে ৫টায় রেল চলাচল স্বাভাবিক হয়।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার জামিল উদ্দিন আহমেদ বলেন, লালমনি কমিউটার-থ্রি লোকাল ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি এলে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

এদিকে উদ্ধারকাজে নিয়োজিত থাকা লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম বলেন, দুঘটনায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকাজ সম্পন্ করা হয়। বিকেল ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আমাকে প্রধান করে ৩সদস্যের একটি তদন্ত কমিটির করা হয়েছে।আগামী ৩ কমদিবসের মধ্যে তদন্ত রিপোট প্রদান করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD