ঈদের কবিতা: ঈদ মোবারক

সবার ঘরে সুখ অনাবিল
উঠলো ঈদের চাঁদ,
ঝলমলে মুখ মুচকি হাসি
ভাঙলো খুশির বাঁধ,
ঈদগাহে যাই খোদার সনে
জাগাই অনুভব,
রহমতেরই চাদর দিয়ে
ঢাকবে আমায় রব।
আতরমাখা রঙিন জামায়
লাগবে আমায় বেশ,
চোখ-লুকানো হাসির তরী
বইবে সারাদেশ।
মিল-মোলাকাত ঈদ মোবারক
করবে সবে সব,
ক্ষীর হালুয়া সেমাই চিনির
পড়বে দারুন রব।
বাদশা ফকির নেই ভেদাভেদ
আজকে ঈদের দিন,
ঈদ মোবারক ঈদ মোবারক
বাজবে খুশির বীণ।
« তাঁরাও মানুষ (Previous News)
(Next News) নাটোরের সিংড়ায় জমে ওঠেছে জমজমাট লিচুর আড়ৎ »