তাঁরাও মানুষ

মলিন মুখে হাসির রেখা
অশ্রু ভেজা চোখ,
পথের ধারে হাত পেতে রয়
একটু পেতে সুখ।
দু’চার টাকা ভিক্ষা করে
জীবন চলে তাঁর,
রোগ আসুখে শীত গরমে
পায় না সুখের হার।
লোকের কাছে ভিক্ষা চেয়ে
কয় টাকা আর পায়!
ডাস্টবিনেরই পচা খাবার
কুড়ে কুড়ে খায়!
দিন পুরিয়ে রাত্রি এলে
একটু খোঁজে ঠাঁই,
বালিশ কাঁথা নেই তো তাদের
পথে ঘুমায় যায়।
« দশ বছরে কাটেনি প্রোলয়ঙ্কারী আইলার আতঙ্ক (Previous News)
(Next News) ঈদের কবিতা: ঈদ মোবারক »