দশ বছরে কাটেনি প্রোলয়ঙ্কারী আইলার আতঙ্ক

আজ ২৫শে মে। আইলার দশ বছরে পদার্পন। দশটি বছর কেটে গেলেও আতঙ্ক কাটেনি উপকূলবাসী জনমনের।কাটিয়ে উঠতে পারেনি তাদের ক্ষতির পরিমান।
২০০৯সালের ২৫ সে মে। এই দিনে আইলার আঘাতে লন্ড ভন্ড হয়ে যাই দক্ষিণ উপকূলীয় জনপদ খুলনার বিভাগীয় জেলার কয়রা উপজেলা। হাজার হাজার মানুষ আশ্রয় নেই সড়ক ও উঁচু স্থানে। দীর্ঘ দুই বছর পর নতুন করে মাথা গোজার ঠাই পেয়ে।

প্রকৃতিকে সবুজ গাছ গাছালিতে সাজিয়ে বসবাসের উপোযোগি করতেই।বাধ ভাঙ্গনের ভয়াবহ সোভলের দিনাপাত করতে হয় এই উপকূলবাসী মানুষের। উপকূলে বসবাস কারি জন প্রতিনিধিদের কাছে জানা যাই। আইলাই তাদের ব্যাপর ক্ষয় ক্ষতি হয়েছে।অস্থায়ি ভাবে ৪৩ জনের মতো মারা জায়।
উপজেলার সব কয়টি বেড়িবাধ ঝুকিপূর্ণ।পানি উন্নয়ন বোর্ড থেকে টুকি টাকি মেরামত করলেও।ঝুকি মুক্তনয় বাধ গুলি।এখনো বেড়িবাধ গুলো স্বাভাবিক জোয়ারে ছাপানোর অতিক্রম প্রায়।হতাশায় জীবন কাটাতে হয় উপকূল বাসিকে। উপকূল বাসি ত্রাণ চাইনা।তারা টেকসই বেড়িবাধ চাই। তারা মাথা গোজার ঠাই টুকু আর হারাতে চাই না।
« পাইকগাছায় দোকানগুলোতে কিশোর-কিশোরী ও রমনীদের উপচে পড়া ভীড় (Previous News)
(Next News) তাঁরাও মানুষ »