Main Menu

নাটোরে বৃদ্ধা মায়ের পাশে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম

নাটোরের সিংড়ায় বৃদ্ধা জমিলা বেওয়া (৫০) এর পাশে দাঁড়ালেন সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম। বৃদ্ধার বাড়ি উপজেলার বিলদহর গ্রামে।
গত দুমাস আগে তাঁর স্বামী আব্দুল কুদ্দুস  মারা যান। মৃত্যুর পর ১ বিঘা জমির উপর নজর পড়ে দুই ছেলের। মায়ের কাছ থেকে জোরপূর্বক লিখে নেয়ার জন্য চাপ দিতে থাকে। মা কথা না শোনায়  মায়ের ঘড়ের আসবাবপত্র ভাংচুর এবং মাকে শাসায়।
সন্ধ্যায় নির্যাতনের শিকার মায়ের কাছে ক্ষমা চেয়ে তাঁকে দেখভালের ওয়াদা দিলেন ছেলে সাইদুর।
ঘটনাটি জানতে পেরে সিংড়া থানার
ওসি মনিরুল ইসলাম এর নির্দেশে এএসআই শফিক বৃদ্ধার ছেলে সাইদুর কে থানায় নিয়ে আসেন। শুনে মাও ছুটে আসেন। পরে ছেলে তাঁর মাকে দেখভালের কথা দিয়ে মাকে বাড়ি নিয়ে যান।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সাংবাদিক আবু সাইদ, শেরকোল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।

News Room - Click for call