1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে আওয়ামীলীগ নেতা হুন্ডি সুমন খানের সম্পদ ক্রোক লালমনিরহাটে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন লালমনিরহাটে গার্ল গাইডসের শীতবস্ত্র বিতরন লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া ঘন কুয়াশা আগামীকাল দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও আলোচনা সভা রাজনৈতিক সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হয় না- লালমনিরহাটে আসাদুল হাবিব দুলু বৈষম্য বিহীন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে সংবাদপত্র : কালীগঞ্জ প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে- লালমনিরহাট পুলিশ সুপার দীর্ঘ ১৬ বছর বাজেট বৈষম্যের শিকার লালমনিরহাটসহ উত্তরাঞ্চল- কেমন লালমনিরহাট দেখতে চান” শীর্ষক সেমিনারে –অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

লালমনিরহাটের কাকিনায় শিক্ষা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে বিভিন্ন দেশের খ্যাতিমান শিক্ষাবিদদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে তিনদিনব্যাপী শিক্ষা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

 রবিবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা স্কটল্যান্ডের গ্লাসকো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক।সম্মেলনে ভারত,আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, পাকিস্তান, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের খ্যাতিমান শিক্ষাবিদ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন।

 তিন দিন ব্যাপী  শিক্ষা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সমাপনি দিনে(২৮ ফেব্রুয়ারী) ভার্চুয়ালী যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি এমপি।এতে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

আয়োজকরা জানান, উন্নয়নের পুর্বশর্ত গুনগত শিক্ষার উন্নয়ন। শিক্ষা ছাড়া কোন জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয়। তাই মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে উত্তর বাংলা কলেজ দেশ বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদদের অংশগ্রহনে শিক্ষা ও উন্নয়ন বিষয়ক তিন দিনের সম্মেলনের আয়োজন করেন।

সম্মেলনে উন্নত দেশের শিক্ষার মান ও পদ্ধতি সাথে দেশের চলমান শিক্ষা পদ্ধতির তুলনা এবং এ থেকে উন্নতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন শিক্ষাবিদরা। যুগে যুগে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, পরিবর্ধন এবং আগামীর শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে পর্যালোচনা করা হচ্ছে শিক্ষাবিদদের এ সম্মেলনে। এমন সম্মেলন রাজধানী ঢাকায় হলেও প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাটে প্রথম বারের মত অনুষ্ঠিত হচ্ছে।

 শিক্ষা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক এ সম্মেলনে উদ্বোধনী দিনে শিক্ষার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার হোসাইন,বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মাহবুবা নাসরিন,ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর দিপক রায়, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD