১০০ দিনেও মুছেনি চোখের পানি
আদনান তাহসিনের হত্যার বিচার দাবীতে অসহায় পিতার আকুতি

আমি সন্তান হত্যার বিচারের দাবী নিয়ে দ্বারে দ্বারে, সবাই লাথি মেরে ফেলে দেয়, ১০০ দিন হয়ে গেল এখনও জাষ্টিজ পেলাম না, এই কষ্ট দুঃখ জানানোর জন্যে অসুস্থ হওয়া সত্বেও প্রেস ক্লাবে মানববন্ধন করি, সকল মিডিয়ায় আগের দিন ফেক্স ইমেইল এ জানানো হয়, কিন্ত ২/৪টি অনলাইন ব্যাতিত কোন মিডিয়ায় আমার সন্তানের জন্য বিচারের আবেদনে করা মানববন্ধন এর সংবাদ প্রচার , প্রকাশ করা হয়নি, আমি কার কাছে বিচার জানাবো? কার মাধ্যমে জানাবো? মেয়রের সাথে ২ বার সাক্ষাৎ করে দরখাস্ত দিয়ে দাবী জানানো হয় ফুটওভার ব্রিজটি যেন আদনান তাসিন এর নামে করা হয়, ফাইনালি তিনি সেই অনুরোধ ও রাখেননি, তাই নিরাপদ সড়ক আন্দোলনে তার নামে ব্যানার লাগায়, তাও তারা সরিয়ে ফেলবে, আমার সন্তান হারিয়েছি ১০০ দিন হল, কিন্তু নো জাষ্টিজ
« ইসলামী ব্যাংক মাদারীপুরের চরমুগোরীয়া শাখায় ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত (Previous News)