কাশিমপুর থানায় মাদক, অস্ত্র, হত্যা সহ ১৩ টি মামলার আসামী গ্রেফতার

গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান সাহেব এর নের্তৃত্বে গত (১৯ই মে রবিবার) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার এসআই মোঃ মাসুদ রানা ও এএসআই মোঃ হাবিবুর রহমান অভিযান চালিয়ে কাশিমপুর থানার লতিফপুর এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদক, অস্ত্র, হত্যা মামলাসহ ১৩ (তের) টি মামলার পলাতক আসামী আরফান আলী ওরফে আরফান দেওয়ানকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরফান আলী ওরফে আরফান দেওয়ান (৩০), গাজীপুর মহানগর কাশিমপুর থানা এলাকার লতিফপুর গ্রামের মৃত রমিজ উদ্দিন ওরফে নবা দেওয়ান এর ছেলে। বর্তমানে সে গাজীপুর জেল হাজতে আটক আছে।
« ভারত জুড়ে মোদী তবে বাংলায় দাপুটে মমতা (Previous News)
(Next News) অভিভাবক/পিতা-মাতার সন্ধান চাই »