লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি ঘরের জন্য উপজেলা প্রশাসনের নিকট পর পর তিনবার কাগজ জমা দিয়েও ভূমিহীন ইসমাইলের ভাগ্যে জোটেনি মুজিববর্ষের ঘর। ভূমিহীন ইসমাইল কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা গেছে,ভুমিহীন ইসমাইল অন্যের বাড়িতে কাজ করে এক বেলা খাওয়ার জোগাড় করলেও আরেক বেলা খাবার জোগাড় করতে হিমসিমে পরতে হয়। তার থাকার যে ঘরটি রয়েছে সেটি বাঁশের তৈরী কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ।ছোট্ট একটি টিনের চালায় তিন সন্তানকে নিয়ে শীত ও কনকনে ঠান্ডা উপেক্ষা করে কোনরকমে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন ইসমাইল। দুর থেকে দেখে মনে হয় গরু রাখা গোয়াল ঘর এটি!ঘরটিতে পলিথিন লাগিয়ে কোনরকমে বসবাস করছেন ইসমাইল। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে বহুবার ধনা দিয়েও মেলেনি ঘর।
ভূমিহীন ইসমাইল হোসেন বলেন, কালীগঞ্জের অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের মুজিববষের ঘর পেয়েছে । অথচ খাস জমিতে থেকেও আমার মত হতভাগার ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর। একটি ঘরের জন্য ইউএনও স্যারের কাছে কয়েকবার গিয়েছি কাগজ জমা দিয়েছি কিন্তু তিন বছরে ও তা বাস্তবায়ন হয়নি। তিন সন্তান নিয়ে বর্তমানে আমি যে ঘরটিতে বাস করছি সে ঘরটির খুবই খারাপ অবস্থা।কনকনে ঠান্ডার ও বৃষ্টি হলে পানি পড়ে। তখন সন্তানদের নিয়ে নির্ঘুম রাত কাটে আমার।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন,যেসব ভূমিহীন পরিবার কাগজপত্র দিয়েও মুজিববষের ঘর পাননি।তাদের কাগজপত্র যাছাই-বাছাই করে ও খোঁজ খবর নিয়ে তারা ঘর পাওয়ার যোগ্য হলে তাদের ঘরের ব্যবস্থা করা হবে।