Main Menu

মাদারীপুরে প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শণী অুনষ্ঠিত

মাদারীপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় আছমত আলী খান মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আগত শিক্ষার্থীদের প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণের নিমিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, ঢাকা বিসিএসআইআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সনজিদা মুস্তাফী, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার, সিনিয়র সাংবাদিক শাহজাহান খান প্রমুখ।

পরে মিলনায়তনে দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শণীর উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর প্রদর্শণীতে স্থাপিত স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও, ও শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি স্টল স্থান পায়।


News Room - Click for call