1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির পরীক্ষার্থীদের জন্য ২৩ নির্দেশনা লালমনিরহাটে সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৮ জনের মনোনয়ন বাতিল ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ আহত- ২ মোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে দীপু আর নেই আসন সমঝোতা: আরও পরে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ ইসির নির্দেশে ময়মনসিংহের ডিসি প্রত্যাহার, বদলি সুনামগঞ্জের ডিসি নিয়োগ পরীক্ষায় ইলেট্রনিকস ডিভাইস ব্যবহার করায় লালমনিরহাটে দুজন গ্রেফতার মাঠের তথ্য অনুযায়ী ইউএনও-ওসিদের বদলির সিদ্ধান্ত: ইসি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আওয়ামীলীগের আস্থা আছে: ওবায়দুল কাদের রংপুর-১ আসনে মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত

সীমান্ত হত্যা শুন্যে নামিয়ে আনতে কাজ করছে দু দেশ, লালমনিরহাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সীমান্ত হত্যা শুন্যে নামিয়ে আনতে কাজ করছে দু’দেশ। এ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রী একমত হয়ে যৌথ ঘোষনা দিয়েছেন। এ জন্য সীমান্ত এলাকাগুলোয় বসবাসরত মানুষজনের মাঝে সচেতনতার উপর জোড় দেন তিনি। অন্যান্য বছরের তুলনায় এ বছর সীমান্ত হত্যাকান্ড কম বলে তিনি জানান।সীমান্ত হত্যা শূন্যের কোটায় নিয়ে আসা হবে।

শনিবার দুপুরে লালমনিরহাট চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের(মিশন স্কুল) ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলি উদযাপনের) অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, হত্যা কারোই কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে চমৎকার বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক রয়েছে। তারাও চান না সীমান্ত হত্যাকাণ্ড হোক। আমাদেরও কাম্য নয়। বিগত বছরের তুলনায় সীমান্ত হত্যা এ বছরে অনেক কম হয়েছে। দুই দেশে আলোচনা অব্যাহত রয়েছে সীমান্ত হত্যা শূন্যের কোটা আনা হবে।

ইতোপূর্বে সীমান্ত হত্যাকাণ্ডের শিকার মরদেহ ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনা করে থাকেন। করোনার সময় বন্ধ থাকা দুই দেশের জেলা প্রশাসক পর্যায়ের আলোচনা পুনরায় চালু করা হবে। সেখানে এসব বিষয়ও আলোচনা হতে পারে। তবে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ না করতে সীমান্তবাসীর প্রতি আহবান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, এক সময় লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর দিয়ে কয়লাসহ বিভিন্ন পন্যের বাণিজ্যিক সম্পর্ক ছিল। যা পুনরায় তৈরী করতে আলোচনা অব্যাহত রয়েছে। পুরনো যত যোগাযোগের মাধ্যম রয়েছে সবগুলো পুনরায় চালু করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারত সরকার আন্তরিক হলে মোগলহাট স্থলবন্দর চালু করা সম্ভব হবে।

এ নিয়ে লালমনিরহাট চেম্বার অব কমাস ইন্ড্রাসট্রিজ নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করা হবে।বানিজ্য মন্ত্রনালয়ের সংগে স্থলবন্দর চালুর বিষয়ে আলোচনা করবেন বলে জানান তিনি।

প্রাক্তন শিক্ষার্থী হিসেবে লালমনিরহাট চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়টির শিক্ষার্থীদের জন্য বৃত্তি ব্যবস্থা করতে আমার বাবার নামে একটি ট্রাষ্টি গঠন করব। ২৫ লাখ টাকার তহবিল দেওয়া হবে। সেখান থেকে মিশন স্কুলের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে। বিদ্যালয়ের শিক্ষক সংকট দুর করাসহ ডিজিটাল ল্যাব গঠন করা হবে। এতে সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে প্রয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে গড়ে তুলব। বিদ্যালয়টিতে আধুনিক যুগোপযোগি শিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

লালমনিরহাট চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদার রহমানের সভাপতিত্বে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সিআইবির জাতীয় পরিচালক খ্রাস্টাবেল কালাইসেলভি,লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অনিমেষ বৈদ্য,প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামস ইমন,খুরশিদুল আনোয়ার লিটন বক্তব্য রাখেন।

এর আগে চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপনে প্রকাশিত স্মরনিকা ‘ঐক্যতান’ এর মোড়ক উন্মোচন করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।তিনি কেক কেটে ও বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর শনিবার বিকেলে লালমনিরহাট চেম্বার অব কমার্সের আয়োজনে স্থানীয় কালেক্টরেট মাঠে মাসব্যাপি শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD