Main Menu

যত্রতত্র ময়লা না ফেলে সুনাগরিক হতে হবে

ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই, ময়লা যেখানে সেখানে না ফেলি, সবাইকে সম্মান-সহযোগিতা করি তাহলেই আমারা সুনাগরিক হতে পারবো।

বৃহস্পতিবার সকালে উত্তরার ৬ নম্বর সেক্টরের ডিপিএস এসটিএস স্কুলের উদ্যোগে আয়োজিত মহান ভাষা দিবস স্মরণে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ATIQ.jpg

ডিপিএস এসটিএস স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে আতিকুল বলেন, আমাদের পড়ালেখার পাশাপাশি অবশ্যই খেলাধুলাও করতে হবে। আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে। সুনাগরিক মানে যত্রতত্র ময়লা না ফেলা। আমারা কেউ ডাস্টবিন ছাড়া ময়লা ফেলব না। আমাদের সবাইকে রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। তোমাদের বাবা, মা, ড্রাইভারকে বলবে আমারা আর অনর্থক গাড়ির হর্ন বাজাব না। আমরা সবাই নাগরিক, কিন্তু যারা সুনাগরিক তারাই এই বিষয়গুলো মেনে চলে। তাই আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে।

ATIQ.jpg

এসময় আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা শাগুফতা ইসলামসহ ডিপিএস এসটিএস স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


News Room - Click for call