“সচেতন,সুসংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্য ধারন করে সুশাসনের জন্য নাগরিক -সুজন লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১২ নভেম্বর শনিবার সন্ধায় লালমনিরহাট বার্তা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির নির্বাহী সদস্য এ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায়।সুশাসনের জন্য নাগরিক(সুজন) লালমনিরহাট জেলা কমিটির সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা-র সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সুজনের নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, রিয়াজুল ইসলাম,মাখন লাল দাস,লালমনিরহাট পৌর কাউন্সিলর সুজাতা বেগম,নিয়াজ আহমেদ রেজা, সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন,পরেশ চন্দ্র রায় প্রমূখ।এ সময় সুজন জেলা কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।