Main Menu

মঙ্গলবার বিএনপির বিক্ষোভ, আসছে আরও

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ ডেকেছে বিএনপি।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে একই দাবিতে রবিবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি। মঙ্গলবারের বিক্ষোভ শেষে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব জানান, ওই দিন রাজধানীর সব থানা বিএনপি এ কর্মসূচি পালন করবে। পাশাপাশি নির্বাচনে কারচুপিসহ বিভিন্ন অভিযোগের তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরবেন ঢাকার দুই সিটির বিএনপির প্রার্থীরা। কর্মসূচির স্থান পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেনসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


News Room - Click for call