পাইকগাছার দেলুটী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

পাইকগাছার দেলুটী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠানে ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। যার মোট বাজেট ১ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ৩৬৩, মোট ব্যয় ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ৯৭৩, বাজেটে উদ্বৃত্ব দেখানো হয় ৯ হাজার ৩৯০ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুণ্ড। বিশেষ অতিথি ছিলেন, সুকৃতি মোহন সরকার, নিরাপদ সরকার, নলিনাক্ষ্য নাথ বৈদ্য, দিলীপ কুমার রায়, সুশান্ত ঢালী, চিত্তরঞ্জন মল্লিক, কুমুদ রঞ্জন রায়, বনমালী রায়, সুব্রত রায়, নিরোদ মিস্ত্রী, ইউপি সচিব ধীমান মল্লিক, ইউপি সদস্য প্রীতিলতা ঢালী, রবীন্দ্রনাথ মন্ডল, সুকুমার কবিরাজ, আশিষ কুমার হালদার, বিশ্বজিত রায়, সীমান্তি বালা, দুলালী রায়, লাবনী মন্ডল, রাধু মহলদার, রুম্পা মন্ডল, তাহিরীন বিবি, তহমিনা বেগম, সেলিম নাহিদ, শিল্পী রানী গোলদার, পম্পা মন্ডল ও কাকন মন্ডল। উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন বিষয়ে সকলে মতামত পেষ করেন।
বিশেষ করে নারীদের জলবায়ু অভিযোজন উদ্যোগ, স্বাস্থ্য ও স্যানিটেশন এবং অন্তজ শ্রেণীর জীবন মান উন্নয়নের জন্য বাজেটে অর্ন্তভূক্ত করা হয়। সভার শুরুতে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য দীপক কুমার মন্ডলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
« ৮ দিনের সরকারী সফরে আইসিটি প্রতিমন্ত্রী পলক (Previous News)
(Next News) কয়রায় আইনজীবীর উপর হামলা, আটক ৩ »