দরিদ্র পরিবারের মেয়ে আঁখির স্বপ্ন ডাক্তার হওয়া

নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্রী আন্না আকতার আঁখি এবার এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে। আখি নাটোরের সিংড়া উপজেলার উত্তর দমদমা মহল্লার আব্দুল হামিদের কন্যা।
তাঁর বাবা গত দুই বছর আগে মারা যান, একমাত্র মায়ের উপার্জনের সংসারে খুশির সংবাদ এনে দেয়ায় উচ্ছ্বাসিত তাঁর মা মাবিয়া হামিদ। পেশায় সে গৃহীনি, কিন্তু স্বামী মারা যাবার পর সংসারের হাল ধরেন। দর্জীর কাজ করে সংসার চালান। আঁখি ৫ম শ্রেনী ও ৮ম শ্রেনীতে সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেন। সংসারের অভাব অনটনের মধ্য নিজের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল করতে সক্ষম হয়েছেন।
তাঁর ছোট ভাই মাহমুদউল্লাহ, সে ২য় শ্রেনীতে পড়ালেখা করে। আঁখি মায়ের কষ্ট দুর করতে চায়। ভবিষ্যতে সে বড় হয়ে ডাক্তার হতে চায়।সে সবার কাছে দোয়া চায়।
« ঝিকরগাছায় নবনির্বাচিতদের দায়ীত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল (Previous News)
(Next News) ৮ দিনের সরকারী সফরে আইসিটি প্রতিমন্ত্রী পলক »