দৈনিক পূর্বাঞ্চলের মাদারীপুর বুর্যো চিফের খালুর ইন্তেকাল

মাদারীপুর জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও মানবধিকার নেতা প্রফেসর কাওসার আলম মিঠুর খালু (মোঃ আনোয়ার হোসেন মাতুব্বর ৭২) আজ সোমবার (২০ মে) সকাল ১১টায় নিজবাস ভবনে জেলার সদর উপজেলার রাস্তি ইউনিয়নের চরপুটিয়া গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে সাত পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি রাস্তি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। তিনি জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাও ছিলেন। তার ভাই আলাউদ্দিন মাতুব্বর রাস্তি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
তার জানাযায় মাদারীপুর জেলার উল্লেখযোগ্য রাজনীতিবিদ,ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংসগ্রহন করেন। তার মৃত্যুতে রাস্তি শোকের ছায়া নেমে আসে।
« দেশীয় অস্ত্রসহ মির্জাপুরে ৩ ডাকাত গ্রেপ্তার (Previous News)